মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যাত্রা শুরু করেছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুন্সী কামরুল হাসান অনিককে সভাপতি ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিনারুল কবীর তনুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করার মধ্যদিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি।
বুধবার রাতে কেন্দ্রীয় আহবায়ক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন প্রাথমিকভাবে ছয় সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কমিটিতে অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি লতিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহিদ হাসান ও আরমান মোল্লা। আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নেতৃবৃন্দকে এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম