জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে আটক শিবির নেতার শাস্তি ও স্বাধীনতা বিরোধী শক্তির অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার নেতৃত্বে মিছিলটি বের করা হয়।
পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। মিছিল শেষ হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে। এই সময় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা শিবির সংশ্লিষ্টতার অভিযোগে আটক সাদ শরীফের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পাশাপাশি শাখা ছাত্রলীগের এই শীর্ষ নেতা শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিসহ চার দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অভিযোগে আটক শিবির নেতার বিচার নিশ্চিত করা, তাদের পরিকল্পনাকারী ও অর্থের যোগনদাতাদের শনাক্ত করে বিচার নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় কর্তৃক তদন্ত কমিটি গঠন করে আটক সাদ শরীফের সঙ্গে জড়িতদের বের করে বিচারের আওতায় আনা এবং সারাদেশ থেকে ছাত্রশিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করা।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে উপাচার্যের অপসারণের দাবিতে মশাল মিছিল কর্মসূচি পালন করে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিল চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড় থেকে শিবির সংশ্লিষ্টতার অভিযোগে দু'জনকে আটক করে প্রশাসন। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করলে তথ্য প্রমাণের ভিত্তিতে একজনের বিরুদ্ধে মামলা করে প্রশাসন।
বিডি-প্রতিদিন/শফিক