খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) একাদশ আঞ্চলিক গণিত অলিম্পিয়াড-২০১৯ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক-উজ্জামান বেলুন উড়িয়ে এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন।
বাংলাদেশ ম্যাথমেটিকাল সোসাইটি-এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, জীবনের সকল ক্ষেত্রে গণিতের সম্পৃক্ততা রয়েছে। গণিত মৌলিক বিষয় হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের সকল ক্ষেত্রের ভিত্তি হিসেবে কাজ করে। নতুন প্রজন্মকে গণিত শিক্ষায় উৎসাহিত করতে হবে। গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে গণিত চর্চার প্রতি উৎসাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন