শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ক্যাম্পাস ও শহরের ৩২টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সার্বিক বিষয়ে প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, সকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত পরীক্ষায় কোনো ধরনের অসংগতির খবর আমরা পাইনি। আশা করি, বিকেলে বি-১ ও বি-২ ইউনিটের পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হবে।
এবারের ভর্তি পরীক্ষায় ২৮টি বিভাগের অধীনে ১ হাজার ৭০৩টি আসনের বিপরীতে ৭০ হাজার ৫৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ