রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি ও শাহ মখদুম হল ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম খলিলুর রহমান মামুনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।
গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ মাহফিলে 'শহীদ মামুন'র আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয় এবং মামুন হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আরিফুর রহমান, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল রুনুসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, দুই দিন পরই পুলিশের এসআই পদে যোগদানের কথা থাকলেও ২০১৩ সালের ১৪ নভেম্বর শাহ মখদুম হল শাখা ছাত্রলীগের সভাপতি এসএম খলিলুর রহমান মামুনকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়৷ দুই দিন মামুনের পুশি এর পর থেকে ১৪ নভেম্বরকে 'মামুন দিবস' হিসেবে পালন করে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ