১৬ নভেম্বর, ২০১৯ ০২:৪০

ঢাবিতে স্থাপন করা হচ্ছে ‘বঙ্গবন্ধু কর্ণার’

অনলাইন ডেস্ক

ঢাবিতে স্থাপন করা হচ্ছে ‘বঙ্গবন্ধু কর্ণার’

ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণ করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর পক্ষ থেকে ‘বঙ্গবন্ধু কর্ণার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল গ্রন্থাগার ও কেন্দ্রীয় গ্রন্থাগারে 'বঙ্গবন্ধু কর্ণার' স্থাপন করা হবে বলে জানা গেছে। 

এ প্রসঙ্গে ডাকসুর মুক্তিযুদ্ধ সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু কর্ণার’ এ কেবল বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের উপর লিখিত বই সমূহ স্থান পাবে। এর জন্য প্রয়োজনীয় বই ও শেলফ ডাকসু সরবরাহ করবে। 

তিনি আরও জানান, ১৮ টি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারে একযোগে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করা হবে আগামী বিজয় দিবসে। যেসব হলে গ্রন্থাগার নেই সেসব হলে আমরা বিকল্প চিন্তা করবো।
আগামী রবিবার আমরা প্রতিটি হল সংসদের ভিপি, জিএস, এজিএস ও পাঠকক্ষ সম্পাদকের সাথে আনুষ্ঠানিক আলোচনা করবো। খুব শীঘ্রই তাদের আমন্ত্রণ জানানো হবে৷
 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর