১৭ নভেম্বর, ২০১৯ ১৯:৩৪

ভর্তি পরীক্ষায় সরব নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

নাঈম আবদুল্লাহ, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ভর্তি পরীক্ষায় সরব নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

ভর্তিচ্ছুদের সেবায় ছাত্রলীগের নানা কর্মসূচি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা রবিবার দুই শিফটে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফট সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। উপস্থিতির হার ছিল শতকরা ৮০ জন।

ভর্তি পরীক্ষা উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের  উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ, আগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল এবং ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ছাত্রলীগের লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।  

১৮ নভেম্বর ‘বি’ ইউনিট, ১৯ নভেম্বর ‘সি’ ইউনিট, ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট এবং ২১ নভেম্বর ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট যে কোনো তথ্যসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)-  এ পাওয়া যাবে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর