১৮ নভেম্বর, ২০১৯ ১৯:৩৬

'সেফটি সবার জন্য’ নিশ্চিতে সহজ রাইডের উদ্যোগ

অনলাইন ডেস্ক

'সেফটি সবার জন্য’ নিশ্চিতে সহজ রাইডের উদ্যোগ

সহজ রাইড ‘সেফটি সবার জন্য’ প্রচারণার অংশ হিসেবে দেশের তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সাথে সড়ক নিরাপত্তা ও নতুন আইন নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন করে সহজ রাইড। 

আজ রাজধানীর সফটওয়্যার পার্কে অনুষ্ঠিত এ আয়োজনে শীর্ষস্থানীয় সব সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সহজ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব রাইড আদনান খান। 

নিরাপদ সড়ক নিশ্চিতে বছরব্যাপী 'সেফটি সবার জন্য' প্রচারণা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সহজ রাইড। এ বছর ১৫ হাজারেরও বেশি হেলমেট বিতরণের পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম যেমন রাইডারদের চক্ষু পরীক্ষা, ডিফেন্সিভ ড্রাইভিং টেকনিক সম্পর্কে ধারণা দেওয়া, ম্যাপ বিষয়ক প্রশিক্ষণ সহ বেশ কিছু কার্যক্রম করে যাচ্ছে সহজ। শুধু তাই নয় পথচারী ও যাত্রী সহ সড়কে চলাচলকারী সবাইকে সচেতন করতে লিফলেট বিতরণ, ট্রাফিক আইন মানতে উৎসাহ দেওয়ার মত বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করছে সহজ। নিরাপত্তার বিষয়ে সবাইকে বিশেষ করে তরুণদের আরও সম্পৃক্ত করতে সম্প্রতি সহজ নিয়ে এসেছে ‘সহজ সেফটি ম্যান’ যিনি সব সময় সেফটি নিয়ে কথা বলেন এবং নানা ধরনের কার্যক্রমের উৎসাহ দেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের মাঝে ফুলফেস হেলমেট বিতরণ করেন সেফটি নিয়ে কাজ করা সহজ রাইডের এই নতুন সুপারহিরো।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর