২৫ জানুয়ারি, ২০২০ ১৪:১৭

'আমাদেরও টুপি-গাউন জড়িয়ে ছবি তুলতে ইচ্ছে হয়'

অনলাইন ডেস্ক

'আমাদেরও টুপি-গাউন জড়িয়ে ছবি তুলতে ইচ্ছে হয়'

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো সমাবর্তনের দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে ‘কালো গাউন পরার ইচ্ছে আমাদেরও হয়’, ‘আমাদেরও ইচ্ছে হয় টুপি-গাউন জড়িয়ে ছবি তুলতে’, ‘গাউন গাঁয়ে জড়িয়ে মুখে এক চিলতে হাসি রেখে সেলফি তুলতে’-প্রভৃতি স্লোগান দেখা গেছে।

পাঁচ দফা দাবিতে শনিবার দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ’ এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

দাবিগুলো হচ্ছে: 
প্রথমত, প্রতিবছর নিয়মতান্ত্রিকভাবে সমাবর্তন আয়োজন করতে হবে। দ্বিতীয়ত, কলেজগুলোতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না। তৃতীয়ত, সব বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স এবং গবেষণাগার চালু করতে হবে। চতুর্থত, মান সম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক ও ক্লাসরুম সংকট দূর করতে হবে। পঞ্চমত, কলেজগুলোকে শুধু একসনদ প্রাপ্তির কেন্দ্র না করে সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা পদ্ধতি চালু করতে হবে।

মানববন্ধনে তেজগাঁও কলেজ ও সিদ্ধেশ্বরী কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওয়তাধীন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর