ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমানের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক। এ সময় তিনি বলেন, আমাদের সন্তানদের প্রয়োজনীয় ‘সাধ’ থাকার সাথে সাধ্যের সমন্বয় সাধন অত্যবশ্যক। সাধ যেমন গুরুত্বপূর্ণ; উপযোগী সাধ্য তেমনি অত্যবশ্যক। সাধ্য পূরণের চাবিকাঠী অদম্য পরিশ্রম আর অদনীয় মানসিক শক্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
এছাড়া প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহা, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান প্রমুখ অনুষ্ঠনে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন