সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পেছনের গেইট সংলগ্ন বালুচর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সাদিকুর রহমান (৩৩) নগরীর উত্তর পাঠানটুলার বাসিন্দা। '
বিষয়টি নিশ্চিত করে নগরীর শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সাদিকুর রহমানের কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার