‘পড়বো বই, গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে জাতির জনকের প্রতিকৃতির সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় উপাচার্য বলেন, ছাত্র-ছাত্রীরা হচ্ছে গ্রন্থাগারের প্রাণ। আমি গ্রন্থাগারকে আধুনিক করার চেষ্টা করছি। এরই মধ্যে গ্রন্থাগারকে এসির আওতায় আনা হয়েছে। আশা করি শিক্ষার্থীরা জ্ঞানচর্চার সুষ্ঠু পরিবেশ পাবে। শোভাযাত্রায় ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঁঞা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা