হোস্টেলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলনে নেমেছে নোয়াখালী সরকারি মহিলা কলেজের হোস্টেলের ছাত্রীরা। হোস্টেলের নিয়ম পরিবর্তন, গেস্ট ছাত্রীর নামে বহু ছাত্রীকে হোস্টেলে থাকার ব্যবস্থা, অতিরিক্ত সিট বিল, খাওয়ার বিলসহ নানান অনিয়মের অভিযোগে তুলে ১২ দফা দাবিতে কলেজ ক্যাম্পাসে হোস্টেলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও আন্দোলন করে।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী সরকারি মহিলা কলেজের হোস্টেল সুপার সালাউদ্দিন ছাত্রীদের আন্দোলনের সত্যতা স্বীকার করে বলেন, আমি যেহেতু হোস্টেলের দায়িত্ব আছি অবশ্যই কিছু সম্মানী নিয়ে থাকি।
কলেজের উপাধক্ষ প্রফেসর রুহুল আমিন অতিরিক্ত টাকা ও সম্মানী নেওয়ার বিষয়ে অস্বীকার করে বলেন, আমরা ছাত্রীদের সাথে বসে বিষয়টি সমাধান করছি।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ আখতারী বেগম ছাত্রীদের আন্দোলনের সত্যতা স্বীকার করে বলেন, ওপরের ক্লাসের কিছু সিনিয়র শিক্ষার্থী জুনিয়রদেরকে নিয়ে আন্দোলনে নেমেছে এবং তাদের দাবি দাওয়া পেশ করছে। তবে তিনি বিভিন্ন অনিয়ম ও সম্মানী ভাতা নেওয়ার বিষয়ে অস্বীকার করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার