ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ৮৭ লাখ ১৭ হাজার ৩৭৭ টাকা খরচ করেছেন। বিভিন্ন অনুষ্ঠান ও অফিস খরচ হিসেবে এ ব্যয় দেখানো হয়েছে।
গতকাল শনিবার ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভা উপলক্ষে সংগঠনের প্রশাসনিক শাখা থেকে প্রকাশিত হিসাবপত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
অনুষ্ঠান ও উদ্যোগে খরচ হয়েছে ৮৩ লাখ ৫১ হাজার ৩০৪ টাকা। ডাকসু কার্যালয় ব্যবস্থাপনা খাতে ৩ লাখ ৬৬ হাজার ৭৩ হাজার টাকা খরচ হয়েছে।
ডাকসুর বর্তমান কমিটির জন্য গত বছর পাস হওয়া বাজেটের আকার ছিল ১ কোটি ৮৯ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/ফারজানা