জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধকরণের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও 'মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান' সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রথম বর্ষের দুই শিক্ষার্থীকে ম্যানার শেখানোর নামে মাত্রাতিরিক্ত র্যাগিং দেয়া ও নবীন শিক্ষার্থীদের সঙ্গে র্যাগিংয়ের নামে মানসিক ও শারীরিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. শেখ সুজন আলী, সহকারী প্রক্টর নজরুল ইসলাম, আল জাবির, সঞ্জয় কুমার মুখার্জি ও মোহাম্মদ মিলনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
মাত্রাতিরিক্ত র্যাগিংয়ের শিকার থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফারহানা রহমান লিয়োনা ও তার মা মানববন্ধনে উপস্থিত ছিলেন। এসময় তার মা জানান, কিছুদিন ধরে মেয়ের ক্লাস শুরু হয়েছে তাই মেয়ের খোঁজ-খবর নিতে আমি মেয়ের কাছে আসি। আমার কাছ থেকে একটি কক্ষে মেয়েকে ডেকে নিয়ে কয়েকজন মিলে র্যাগ দেয়। পরে সে মানসিক চাপে অসুস্থ হয়ে পরে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। যারা আমার মেয়ের উপর এমন নির্যাতন চালিয়েছে আমি তাদের দ্রুত শাস্তি দেয়ার দাবি জানাচ্ছি। এসময় র্যাগিংয়ের শিকার লিয়োনাও শাস্তির দাবি জানান তিনি।
মানববন্ধন শেষে দ্রুত শাস্তির দাবি চেয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীরের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত