নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এনইউবি স্থায়ী ক্যাম্পাস আশকোনা, দক্ষিণখানে আজ এর আয়োজন করা হয়।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আচার্য মো. আবদুল হামিদের পক্ষে প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
সমাবর্তন বক্তা ছিলেন টেন মিনিট স্কুল এর ফাউন্ডার-সিইও আয়মান সাদিক এবং পাঠাও লিমিটেড এর সিইও হুসাইন এম ইলিয়াস।
নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মো. হুমায়ুন কবিরসহ অন্যরা এতে বক্তব্য দেন।
বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযোগী জ্ঞান, কর্মজগতের চাহিদা অনুযায়ী দক্ষতা এবং সাফল্যের জন্য প্রয়োজনীয় যথাযথ মনোভাবের সুসমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে যোগ্য মানব সম্পদ হিসাবে। শিক্ষার্থীদের কল্যাণমুখী ও প্রায়োগিক গবেষণা করতে উৎসাহী করতে হবে যেন দেশ গঠনে তারা ভূমিকা পালন করতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোকে এক্ষেত্রে যথাযথ ভুমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের চাকরি পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন মন্ত্রী।
সমাবর্তন অনুষ্ঠানে ৩ হাজার ৪৩৫ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য দশজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন