জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য দেন। মাদকের ভয়াবহতা সম্পর্কে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর জালাল উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, ময়মনসিংহ জেলার ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য মৌ।
স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ূন কবীর।
বিডি প্রতিদিন/আরাফাত