১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:১৬

বিইউপিতে বসন্ত উৎসব

অনলাইন ডেস্ক

বিইউপিতে বসন্ত উৎসব

প্রতি বছরের মতো এবারও বর্ণিল আয়োজনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বসন্ত উৎসব ১৪২৬ উদ্যাপিত হয়েছে। বিইউপি কালচারাল ফোরামের আয়োজনে বিইউপি পূর্ব ও পশ্চিম ক্যাম্পাসের সংযোগ সেতুর (ভাসমান সেতু) ওপর স্থাপিত মঞ্চে সোমবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিইউপির শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার।

প্রধান অতিথি বলেন, শিক্ষা  ও সংস্কৃতি একটি অপরটির পরিপূরক। জাতির সার্বিক উন্নয়ন তখনই সম্ভব, যখন সে জাতি তার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতিতেও উন্নয়ন ঘটাবে। 

বিইউপি শিক্ষার্থীদের বসন্ত উৎসবের এ আয়োজনকে তিনি বাঙালি সংস্কৃতির শেকড়ে ফিরে যাওয়ার চেষ্টা বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউপির কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর