ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধে এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এ মানববন্ধন পালন করা হয়।
জানা যায়, গত রবিবার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাতুল আলম মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। এঘটনা পুনরাবৃত্তি না হওয়া এবং বিচারের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। একইসঙ্গে বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধে এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের দাবি জানায় তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করতে দেখা যায়। কিন্তু কর্তৃপক্ষ তার কোন দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি। তাই বেপরোয়া গাড়ির নিচে পড়ে আরাফাতকে পঙ্গুত্ব বরণ করতে হল। আরাফাতের মতো আর যেন এরকম ভয়াভহ অবস্থা পোহাতে না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।
এদিকে, এঘটনায় মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কাছে চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা আহত শিক্ষার্থীর চিকিৎসার ভার গ্রহণ, ক্যাম্পাসে বেপরোয়া চলমান সকল যানবাহনের গতি নিয়ন্ত্রণে এনে সর্বোচ্চ ২০ কি.মি. করা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, ভবন, হলগুলোর সামনে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান।
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘এমন ঘটনা সত্যিই দুঃখজনক। এরকম যেন আর না ঘটে তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। এছাড়া আহত শিক্ষার্থীর চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই ভূমিকা রাখবে। একই সঙ্গে বিষয়টির তদন্ত করে বাইকচালককে শাস্তির আওতায় আনা হবে।’
প্রসঙ্গত, গত রবিবার (৮ মার্চ) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাতুল আলম তার সহপাঠীদের সঙ্গে সাড়ে চারটার দিকে ডায়না চত্বর সংলগ্ন রাস্তায় বাসে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে আরাফাত গুরুতর আঘাত পায় এবং এক পা ভেঙে যায়।
বিডি-প্রতিদিন/শফিক