ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। মঙ্গলবার দুপুরে ‘এসো বন্ধু মিলি প্রাণের উচ্ছ্বাসে, মুক্তির পতাকাতলে’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে নবীনদের বরণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
ইবি সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও অধ্যাপক আনু মুহাম্মদ। এসময় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ও কলামিস্ট মুঈদ রহমান, ইবি’র ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্যালেন্ডার প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয় এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক আনু মুহাম্মদ নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের প্রশ্ন করা শিখতে হবে। কল্পনা ও চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে। পৃথিবীতে কেউই মেধাহীন হয়। একজন মানুষ তখনই ‘মানুষ’ হয়ে ওঠে; যখন সে পূর্ণ চিন্তাশক্তির প্রতিফলন ঘটাতে পারে।’
আলোচনা শেষে উদীচী ও অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম