সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘এমইউ ইয়াং ইকোনমিস্ট ফোরাম’র কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফোরামের ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এমইউ ইয়াং ইকোনমিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী, প্রধান উপদেষ্টা উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিন, উপদেষ্টা উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন এবং ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক তাহের বিল্লাল খলিফা।
গঠিত কার্যনির্বাহী কমিটিতে অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান বিউটি নাহিদা সুলতানা সভাপতি ও প্রভাষক শারমিন আক্তার কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন। এছাড়া কমিটিতে শিক্ষার্থী জুনেল আহমেদ জ্যেষ্ঠ সহসভাপতি, মারিয়া হোসাইন মিম সহসভাপতি, মোস্তফা কামাল হাসান সাধারণ সম্পাদক, মুনমুন সেন ও তামান্না বেগম ডলি যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। সবমিলিয়ে ৩০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম