বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মিকে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ছাত্রদলের ব্যানারে মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল-ইমরান, সাধারন সম্পাদক কামরুল আহসান, সহ-সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি। বক্তারা বিশ্ববিদ্যালয় ছাত্রী উর্মিকে প্রকাশ্যে শারীরিক ও যৌন নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত পহেলা মার্চ বিকেলে একাডেমিক ভবনের একটি কক্ষে গণিত বিভাগের একটি বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার নির্দিস্ট সময়ের আগেই উর্মির উত্তরপত্র জোর করে টেনে নিয়ে তাকে হল থেকে বের করে দেয়ার অভিযোগ ওঠে ওই বিভাগের প্রভাষক সুজিত কুমার বালার বিরুদ্ধে। হল থেকে বের হয়ে সিড়ি বেয়ে নামার সময় মাস্ক পরিহিত একদল শিক্ষার্থী উর্মির উপর আকস্মিক হামলা চালায়। তারা তার মুখে কাপড় গুজে দিয়ে তার হাতে থাকা জ্যামিতি বক্সের সূচালো কাটা দিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে।
এসব ঘটনা উল্লেখ করে গত ৯ মার্চ রাতে মেট্রোপলিটনের বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেন উর্মির বাবা অ্যাডভোকেট আব্দুল মন্নান মৃধা। অভিযোগে গণিত বিভাগের প্রভাষক সুজিত কুমার বালা এবং ছাত্রলীগ নামধারী শিক্ষার্থী আলিম সালেহীন, আরিফুল ইসলাম, আবদুল্লাহ ফিরোজ, মো. হাফিজ এবং আসাদুজ্জামানকে অভিযুক্ত করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টা পর্যন্ত ওই অভিযোগ মামলা হিসেবে রুজু হয়নি, তবে পুলিশ অভিযোগ তদন্ত করছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এদিকে, এ ঘটনা গনমাধ্যমে প্রকাশিত হলে গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে পরবর্তী ৫ কার্যদিবসের মধ্যে প্রক্টরের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ