চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলে অভিযান চালিয়ে ৯টি রামদা, লোহার পাইপ, রড ও ১ বস্তা পাথরসহ বেশ কিছু লাঠিসোটা উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় কাউকে আটক করা না হলেও কয়েকজন অছাত্রকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুলিশের সহায়তায় হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি যৌথভাবে শহীদ আব্দুর রব হলে এই অভিযান চালায়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন যৌথভাবে আব্দুর রব হলে অভিযান পরিচালনা করে। এ সময় রামদা, লোহার পাইপ, রড ও বেশ কিছু লাঠিসোটা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন