বাংলাদেশে প্রথমবারের মত একাডেমিক সার্টিফিকেটে কিউআর কোড সংযুক্ত করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমরা প্রথমবারের মত ব্লক চেইন প্রযুক্তি ব্যবহার করছি। এর মাধ্যমে সার্টিফিকেট এমনভাবে সিকিউর করা হবে যাতে অন্য কেউ এটা পালটে ফেলতে না পারে এবং নকল সার্টিফিকেট ইস্যু করতে না পারে। এছাড়া সার্টিফিকেটে কিউআর কোড সংযুক্ত করা হয়েছে যা স্ক্যানের মাধ্যমে শিক্ষার্থী তার একাডেমিক রেজাল্টও দেখতে পারবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম