চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এ এফ রহমান হল ভাঙচুর-লুটপাটের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করেন হলের প্রভোস্ট ড. কাজী এস এম খসরুল। তিনি কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
এ এফ রহমান হলের প্রভোস্ট খসরুল আলম কুদ্দুসী জানান, 'হল ভাঙচুরের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হলের সিনিয়র আবাসিক শিক্ষক মো. ফারুক হোসেনকে আহবায়ক ও আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক সুদীপ্ত শর্মা, সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন ও প্রভাষক কাজী রবিউল ইসলামকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ, গত ৬ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যায় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ৮৭টি রুম ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনার এক সপ্তাহ পর হল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন