সম্প্রতি পাহাড় কাটার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যায়কে (চবি) ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। কিন্তু এর পরেও কোনও ধরনের সতর্কতামূলক ব্যবস্থা না নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল সংলগ্ন পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চবির নির্মাণাধীন বঙ্গবন্ধু হলের পেছনের পাহাড়ে এই আগুন দেখা যায়। আগুন কয়েক ঘণ্টা জ্বললেও প্রশাসনকে কোনও ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও কেন্দ্রীয় খেলার মাঠ থেকে পশ্চিম দিকে তাকালে ধোঁয়া ও স্ফুলিঙ্গ উঠতে দেখা যায়। আগুনে পুড়ছে গাছপালা ও মূল্যবান বনজ সম্পদ। এতে করে সৌন্দর্য হারাচ্ছে প্রকৃতি। বাসস্থান থেকে বিতাড়িত হচ্ছে শত শত পশু-পাখি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম জানান, “আগুন লাগার বিষয়টি আমরা অবগত আছি। ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি।”
এদিকে, হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান রাইসুল ইসলাম বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনও সংবাদ পাইনি।
বিডি প্রতিদিন/কালাম