ক্লাস-পরীক্ষা চালু ও চার দফা দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুন্নাহার বেগম ও ছাত্র উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক।
তাদের পদত্যাগের ঘোষণায় বৃহস্পতিবার আট দিন ধরে চলমান আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা।
পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহাদুল হক জানান, শিক্ষকরা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদের দাবি মেনে নেয়া হবে এবং আগামী রবিবার থেকে ক্লাস পরীক্ষা চালু হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন