ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত আন্তর্জাতিক যুব সংগঠন 'রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি'র ৩১তম অভিষেক ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি মো. মনজুরুল করিম রিয়েল আনুষ্ঠানিকভাবে বর্তমান সভাপতি মো. শহীদুল ইসলাম সুমন ও সচিব সামিহা সালেহাকে নতুন কার্যকরী বোর্ডের দ্বায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ সামাদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ডেজিগনেটেড ইঞ্জিনিয়ার এম. এ. ওয়াহাব, বক্তব্য রাখেন ক্লাব মডারেটর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং রোটার্যাক্ট জেলা প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দিক রুপম। অভিষেক অনুষ্ঠানটি আয়োজনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সার্বক্ষনিক সহোযোগিতা করেছেন রোটারিয়ান এম রাকিব সরদার (রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটান) এবং ক্লাবের অতীত সভাপতি অতিরিক্ত কাস্টমস কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে অতীত ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেনটেটিভ মো. মাসুম উল আলম, রোটার্যাক্ট জেলা সমন্বয়ক মো. মোস্তাফিজুর রহমান সহ দেশের বিভিন্ন রোটার্যাক্ট ক্লাবের সভাপতিমন্ডলি এবং রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটির নিয়মিত সদস্যদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন ক্লাবের ভিজিটিং রোটার্যাক্টরসহ প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিন ২২জন শিক্ষার্থীকে ক্লাবের নতুন সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শেষে নবীনদের জন্য কুইজ সেশন ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
নতুন অভিষিক্ত ২০১৯-২০ সেশনের কার্যকরী বোর্ডের সদস্যরা হলেন- সভাপতি মো. শহীদুল ইসলাম সুমন, সদ্য অতীত সভাপতি মো. মনজুরুল করিম রিয়েল, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আলম, সহ-সভাপতি ফাবিহা মাহবুব, সচিব সামিহা সালেহা, যুগ্ম-সচিব রাজিব দাস, রাশেদুল ইসলাম সিয়াম, মোঃ মুজাহিদুর রহমান, কোষাধ্যক্ষ এজিএম আলমগীর টিপু, সহ-কোষাধ্যক্ষ লাবিবা জামান সেবন্তি, ক্লাব সেবা পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী, সমাজসেবা পরিচালক তামিম আহাম্মেদ শাহীন, আন্তর্জাতিক সেবা পরিচালক শেখ কান্তা রেজা, পেশাগত উন্নয়ন পরিচালক মোরশেদ রহমান জুবায়ের, আর্থিক পরিচালক মোঃ কাওসার হোসেন, সম্পাদক আহসান হাবীব তানভীর, তানভীন সুইটি, সহ-সম্পাদক আবদুল হামিদ লিখন, সার্জেন্ট এট আর্মস তারেক হাসান শান্ত, মোঃ মুন্না আলী, তাসমিয়া হক ঐশী, জান্নাত চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, তাসনিয়া তাসনীম, আখি মনি ও মো. মিনহাজুল ইসলাম।
উল্লেখ্য, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি” একটি ক্যাম্পাসভিত্তিক আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন যা ২০ ডিসেম্বর ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী যুব সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার এ. কে. এম. মনজুরুল ইসলাম। গত বছরের ১৯ ডিসেম্বর ক্লাবটি ৩০তম বর্ষপূর্তি উদযাপন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে তিন দশক ধরে ক্লাবটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশের উদ্দেশ্যে কাজ করে আসছে। নিয়মিত আনুষ্ঠানিক সভার পাশাপাশি ক্লাবটি বছরব্যাপী বৃক্ষরোপন, শীতার্তদের শীতবস্ত্র, এতিমদের শিক্ষাউপকরন ও পথশিশুদের ঈদের জামা বিতরণ কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, বিভিন্ন ঐতিহাসিক স্থানে 'হেরিটেজ ওয়াক' ও বার্ষিক ভ্রমণের আয়োজন করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যায়ের যেকোনও নিয়মিত শিক্ষার্থীর জন্য বছরের যেকোনও সময় এই ক্লাবের সাথে যুক্ত হয়ে কাজ করার সুযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল