২৪ মার্চ, ২০২০ ১১:১১

করোনায় অনলাইনে ক্লাস নিবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

অনলাইন ডেস্ক

করোনায় অনলাইনে ক্লাস নিবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

অনলাইনে ক্লাস নিচ্ছেন কানাডিয়ান ইউনিভার্সিটির একজন শিক্ষক

করোনাভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার কারণে এখন থেকে অনলাইনে ক্লাস নেবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সংকটকালিন সময়ে শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। তবে অ্যাডমিশন অফিসের সাথে যোগাযোগ করা যাবে। শনিবার এক নোটিশে এ তথ্য জানিয়েছেন তারা। 

এ বিষয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহ্ফুজুল ইসলাম, পিইনজ বলেন, ‘দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই ক্ষতি পুষিয়ে নিতে আমরা এখন অনলাইনে ক্লাস নিব। আমাদের ইউএমএস সিস্টেমের মাধ্যমে শিক্ষকগণ কোর্স মেটেরিয়াল দিয়ে দিচ্ছে এবং ক্লাস, এ্যাসাইনমেন্ট, পরীক্ষা অনলাইনে নেওয়া হবে।’  

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।  

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর