করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেছেন। রবিবার সন্ধ্যায় রাজধানীর রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, অধ্যাপক শাকিল উদ্দিন আহমদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তিনি অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। শিক্ষা বিস্তার ও গবেষণায় অবদানের জন্য তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডি প্রতিদিন/হিমেল