১ জুলাই, ২০২০ ১৬:১৮

১২ জুলাই থেকে শুরু হচ্ছে কুয়েটে অনলাইন ক্লাস

নিজস্ব প্রতিবেদক, খুলনা

১২ জুলাই থেকে শুরু হচ্ছে কুয়েটে অনলাইন ক্লাস

আগামী ১২ জুলাই থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পরীক্ষামূলকভাবে স্নাতক পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। পূর্ণাঙ্গরূপে স্নাতক পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ৯ আগস্ট।

বুধবার বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার এ তথ্য জানান। 

অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাব্যতা যাচাই কমিটির রিপোর্টের পর ২১ জুন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৬৯তম (জরুরি) অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

এর আগে ১৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির পাঠদান অনলাইনের মাধ্যমে শুরু হয়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর