৩ জুলাই, ২০২০ ১২:১৩

অবশেষে সিইউসিবিএসের পরিচালকের পদ ছাড়লেন চবি উপাচার্য

বাইজিদ ইমন, চবি

অবশেষে সিইউসিবিএসের পরিচালকের পদ ছাড়লেন চবি উপাচার্য

প্রফেসর ড. শিরীণ আখতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (সিইউসিবিএ) পরিচালক প্রফেসর ড. জাহাঙ্গীর আলমের আকস্মিক মৃত্যুতে শূন্য হয়ে পড়ে সিইউসিবিএ পরিচালক পদ। কোন ধরনের আলাপ-আলোচনা ও সভা আহব্বান ছাড়াই এ পদের দায়িত্ব নিয়েছিলেন চবি উপাচার্য ও বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শিরীণ আখতার। 

পরে 'চবি সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পরিচালকের দায়িত্বে বাংলা বিভাগের শিক্ষক' এ শিরোনামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে চবি প্রশাসন। পরে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনকে উপাচার্য বরাবর প্যানেল পাঠানোর জন্য চাপ সৃষ্টি করেন। সংবাদ প্রকাশের কিছুদিন পরেই সেখানে নতুন পরিচালক নিয়োগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

পরে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের নিয়ে গত মাসের ২৯ তারিখ সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সভা কক্ষে একটি মিটিং ডাকা হয়। সে মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট চার সদস্যের একটি প্যানেল পাঠানো হয়। 

চার সদস্যরা হলেন, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মুয়াজ্জেম হোসেন, ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. নছরুল কদির, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. জাবেদ হোসেন। চলতি মাসের ১ তারিখ প্রফেসর ড. মুয়াজ্জেম হোসাইনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

এখানে উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব ছেড়ে তিনি নতুন আরো দুটি পদের দায়িত্ব নিয়েছেন। একটি হলো ক্রিমিনোলজি এ্যান্ড পুলিশ সায়েন্সের সভাপতি অন্যটি হলো সঙ্গীত বিভাগ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর