গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সীমিত পরিসরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি) ড. মো. শাহজাহান, প্রোক্টর ড. মো. রাজিউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র সূরা ফাতেহা পাঠ করা হয়। এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার