বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনলাইনে আলোচনা ও দোয়া-মাহফিল করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপিস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্ফর ইউ সিদ্দিক। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির আদর্শ ও অনুপ্রেরণা। তিনি স্বাধীনচেতা মানুষ ছিলেন। তাঁর জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। জাতির জনক চেয়েছেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে। জাতির এই মহান নেতার স্বপ্নের সোনার বাংলা গঠন করতে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। বাঙালি জাতি আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে মনে প্রাণে ভালোবাসতেন ও বিশ্বাস করতেন। উপাচার্য তাঁর বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য সবাইকে এক সাথে কাজ করতে আহ্বান জানান।
বিশ্ববিদ্যায়ের উপ-উপাচার্য বলেন, বঙ্গবন্ধু বেকারমুক্ত, দক্ষ যুব সমাজ গঠন করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর কারিগরি শিক্ষার বিভিন্ন যুগান্তরী পদক্ষেপের কথা তিনি তার বক্তব্যে ̈ তুলে ধরেন।
আলোচনা ও দোয়া-মাহফিল অনুষ্ঠানে আরও বক্তব্য ̈দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ট্রেজারার, ডিনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ। তারা সবাই নিজ নিজ বক্তৃতায় বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও বঙ্গবন্ধুর আদর্শের কথা তুলে ধরেন।
বিডি প্রতিদিন/ফারজানা