জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) উদ্যোগে অনলাইনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় রাজুর বাজার টিটিসিতে শেহাবির অস্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শেহাবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল্লাহ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যোগ দেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
প্রধান আলোচক ছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান।
এছাড়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শেহাবির রেজিস্টার কাজী নাসিরউদ্দিন। পরে ক্যাম্পাস চত্বরে স্বাস্থ্য বিধি মেনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ আবু জাফর