করোনাভাইরাস মহামারিতে ঘরে বসে অনলাইন ক্লাসে যুক্ত হতে ডিভাইস ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। আগামী শনিবার নিজ নিজ বিভাগীয় সভাপতিদের কাছে তালিকা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান জানান, ইউজিসি আমাদের কাছে অনলাইন ক্লাসে যুক্ত হতে ডিভাইস ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়েছে। তাই আমরা বিভাগীয় সভাপতিদের অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছি। তালিকা প্রণয়ন হলে আমরা তা ইউজিসিতে পাঠিয়ে দিব।
প্রসঙ্গত, আগামী ৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে চবি কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন