রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুর রহমান।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম. এ বারী স্বাক্ষরিত এক আদেশ এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা আগামী ১ সেপ্টেম্বর থেকে তার দায়িত্বভার গ্রহণ করবেন এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।
জানতে চাইলে ড. আজিজুর রহমান বলেন, পহেলা সেপ্টেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করবো। দায়িত্ব গ্রহণ করার পর কিভাবে কাজ করা যায় সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সাথে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে হবে। আমি চেষ্টা করবো দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য নিজের সর্বোচ্চটা দেয়ার।
এর আগে, গত ১৭ আগস্ট দায়িত্বভার গ্রহণের তিন বছর মেয়াদ পূর্ণ করেন বিদায়ী জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন