ওয়ারশরুমের পানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের বই ও ফাইল ভিজে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভুলবশত রেজিস্ট্রার এনামউজ্জামান ওয়াশরুমের পানির ট্যাপটি চালু রেখে যান। এর কারণে পানি জমা হয়ে রেজিস্ট্রারের কার্যালয়ে ছড়িয়ে পড়ে। প্রশাসনিক ভবন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত শুক্রবার (২৮ আগস্ট) অফিস থেকে পানি গড়িয়ে বাইরে এলে বিষয়টি নিরাপত্তা কর্মচারীদের দৃষ্টিগোচর হয়। পরে রেজিস্ট্রার নিজে অফিসে আসেন। তবে বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ অবহিত ছিল না। পানির কারণে রেজিস্ট্রারের ব্যক্তিগত কিছু বই ও চলমান দুয়েকটি ফাইল ভিজে যায়।
তবে ট্যাপ চালু রেখে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন রেজিস্ট্রার এনামউজ্জামান। ঘটনার বিষয়ে তিনি জানান, নিচতলার ওয়াশরুমের পানির লাইন বন্ধ হয়ে যাওয়ায় পানি ওপরে চলে আসছিল। এর কারণে ফ্লোরে তিন-চার আঙুল পরিমাণ পানি হয়েছিল। কোনো ফাইল ভিজেনি। আমার ব্যক্তিগত কিছু বই ফ্লোরে ছিল সেগুলো ভিজেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ