চাকরির অভিজ্ঞতা সনদ নকল প্রমাণিত হওয়ায় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্যবিদ্যা বিভাগের স্টোরকিপার ইসরাত জাহানকে। রবিবার স্থাপত্যবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কৌশিক সাহার কাছে ইসরাতের নিয়োগ বাতিলের চিঠিটি পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, ২০১৯ সালের ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের হিসাবদপ্তর শাখার বর্তমান সহকারী প্রশাসনিক কর্মকর্তা মুহিবুর রহমানের স্ত্রী ইসরাত জাহান স্টোরকিপার পদে আবেদন করেন। তিনি ওই পদে নিয়োগপ্রাপ্তও হন। নিয়োগের সময় তিনি মৌলভীবাজারের পৌর মেয়রের স্বাক্ষর জাল করে অভিজ্ঞতার সনদ জমা দেন। ওই সনদে উল্লেখ করা হয় তিনি মৌলভীবাজার পৌরসভায় স্টোরকিপার পদে পাঁচ বছর কর্মরত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যাচাই-বাছাইকালে অভিজ্ঞতার সনদটি ভূয়া প্রমাণিত হলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
ইসরাত জাহানের চাকরির অভিজ্ঞতার সনদ নকল ও তার নিয়োগ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ