দেশের সরকারি-বেসরকারি ৫১টি বিশ্ববিদ্যালয়ের সাড়ে ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা ‘ব্যাটল অব ব্রেইন’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার গ্রিন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ৬৭৪ জন শিক্ষার্থীকে হারিয়ে ২০ হাজার ৪২ স্কোর নিয়ে চ্যাম্পিয়ন হন বুয়েটের ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাকি ইয়াসির। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির রাকিবুর অয়ন (ইইই বিভাগ, তৃতীয় বর্ষ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ইইই, প্রথম বর্ষ) অনিক মাহমুদ। এই দুই শিক্ষার্থী যথাক্রমে ১৯ হাজার ৪৬৩ ও ১৯ হাজার ২৪৭ স্কোর অর্জন করেন।
প্রতিযোগিতা শীর্ষ ১০-এ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী হিসেবে নবম স্থান অধিকার করেন গ্রিন ইউনিভার্সিটির হাসিবুল হাসান রহিম। বিজয়ী প্রত্যেককে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।
পরে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, সম্মানিত অধ্যাপক ড. কামরুল আহসান ও ইইই বিভাগের চেয়ারম্যান ড. এএসএম শিহাবুদ্দিন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ