জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২১ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের আবির আব্দুল্লাহ।
আজ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তারেক আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কোষাধ্যক্ষ আলকামা আজাদ, দপ্তর ও প্রকাশনা সম্পাদক ওসমান গণি রাসেল।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুবা আকবর, শাহাদাত হোসেন এবং আরিফুজ্জামান উজ্জল।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বোরহান উদ্দিন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. উম্মে সায়কা। নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আবু জাফর