গবেষণায় বিশেষ অবদানের জন্য দুইটি ভিন্ন ক্যাটাগরিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিজ্ঞান ক্যাটাগরিতে এবং লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান চৌধুরী সোশ্যাল সায়েন্স অ্যান্ড বিজনেস ক্যাটাগরিতে এ সম্মাননা লাভ করেন।
রবিবার বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র আয়োজিত ‘৮ম বার্ষিক কনফারেন্স অন রিসার্স ফাইন্ডিং’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালায় এ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সাফিউল ইসলাম খান চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ।
এদিকে অ্যাওয়ার্ড প্রাপ্ত গবেষক অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ভৌত রাসায়নিক পদ্ধতিতে বায়োগ্যাস থেকে পানি, কার্বনডাই-অক্সাইড ও হাইড্রোজেন ডাই সালফাইড বের করে মিথেনের পরিমাণ বৃদ্ধি করা এবং ইঞ্জিন ও গৃহস্থালি কাজের জন্য তুলনামূলকভাবে বিশুদ্ধ অধিক কার্যকর বায়োগ্যাস উৎপাদন নিশ্চিত করাই ছিল আমার গবেষণার মূল বিষয়বস্তু।
অন্যদিকে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান চৌধুরী নিজ গবেষণার ব্যাপারে বলেন, ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচনে কতখানি ভূমিকা রাখে- এ বিষয়ে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্টের সাথে কাজ করি। গবেষণায় দেখা যায়, এই ঋণের সুফল অধিক দরিদ্ররা তেমন না পেলেও মধ্যবিত্ত শ্রেণী এ থেকে সুবিধা ভোগ করে থাকে। আবার নারীর ক্ষমতায়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা রয়েছে বলে অনেকে মনে করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নারীকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এই ক্ষুদ্র ঋণ পুরুষরা নিয়ে থাকেন।
বিডি প্রতিদিন/আবু জাফর