শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান।
মঙ্গলবার দুপুরে সদ্য সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই