বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় খাদ্য বিতরণকালে ছাত্রদলের ওপর ছাত্রলীগ কর্তৃক হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। এ ধরনের ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়েছে ইউট্যাব।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইউট্যাবের শিক্ষকেরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গরীব-অসহায় মানুষের মাঝে শান্তিপূর্ণভাবে খাদ্য বিতরণ কর্মসূচীর আয়োজন করেছিল। কিন্তু কোনো কিছু বুঝার আগেই ছাত্রদলের কর্মসূচীতে সশস্ত্র ও ন্যাক্কারজনক হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। ছাত্রলীগের এ হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে।
ইউট্যাব নেতৃবৃন্দ দাবি করেন, গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত। এ থেকে প্রমাণিত হয় যে, ছাত্রলীগ সহাবস্থানে বিশ্বাসী নয়, তারা বর্বরতায় বিশ্বাসী। তারা হামলা মামলার মাধ্যমে বিরোধীদের তটস্থ রাখতে চায়। কিন্তু ভুলে গেলে চলবে না। এ ধরনের ঘটনার পরিণতি কখনোই সুখকর হয় না। ইউট্যাব নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনায় ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ছাত্রদলের আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকেরা হলেন ইউট্যাবের সহ-সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আখতার হোসেন খান, অধ্যাপক ড. আবদুর রশিদ, অধ্যাপক আমিনুল ইসলাম মজুমদার, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেছানী, ড. গোলাম রব্বানী, ড. মাহফুজুল হক, ইসরাফিল প্রামাণিক রতন, ড. ছবিরুল ইসলাম হাওলাদার (রাবি), ড. সিদ্দিক আহমদ চৌধুরী (চবি), অধ্যাপক খায়রুল ইসলাম, ইকবাল হোসেন, (শাবিপ্রবি), ড. সাব্বির মোস্তফা খান (বুয়েট), ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম ও খান মনোয়ারুল ইসলাম (উম্মুক্ত বিশ্ববিদ্যালয়), অধ্যাপক মো. নূরুল ইসলাম ও ড. মো. কামরুল আহসান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), এসএম আব্দুল আওয়াল সোহাগ (খুবি), অধ্যাপক এসএম আব্দুর রাজ্জাক (রুয়েট) ও অধ্যাপক তোজাম্মেল ও মো. মতিউর রহমান (ইবি) ও রইচ উদ্দিন (জবি) প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক