ছাত্রলীগ বন্ধ বিশ্ববিদ্যালয়েও সন্ত্রাসের রাজনীতি চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে ছাত্র ইউনিয়ন। টিএসসিতে ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিক্রিয়া ব্যক্ত করে এমন মন্তব্য করেছে সংগঠনটি। এই ঘটনায় অবিলম্বে দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈম এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভিন্ন মত ও দলের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চর্চা সরকারি দলের তল্পিবাহক ছাত্রসংগঠন ছাত্রলীগে অনুপস্থিত। মোদীবিরোধী আন্দোলনে প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহের নেতাকর্মীদের উপর হামলা, ডাকসু ভবনে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ধারাবাহিকতায় আজ ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। সর্বোচ্চ বিদ্যাপীঠে ছাত্রলীগের এহেন মাফিয়ায়সুলভ আচরণ দুঃখজনক।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারহীনতার অপসংস্কৃতি ও শিক্ষক নেতৃবৃন্দের পদ দখল করে থাকার মানসিকতার ফলে সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতির অবসান সম্ভব হচ্ছে না জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের হামলার প্রত্যেকটি ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের নামে প্রহসনের ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি, হামলার যথাযথ তদন্ত ও বিচার না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনও এসব হামলায় প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে। পূর্বে বিভিন্ন সময়ে সন্ত্রাস, দখলদারিত্বসহ নানান বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক আন্দোলনে অন্যায় হস্তক্ষেপ করে আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
'সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রশাসনের মেরুদণ্ডহীন অবস্থানে'র নিন্দা জানায় সংগঠনটি। একইসাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির বিকাশে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে ছাত্র ইউনিয়ন।
বিডি প্রতিদিন/হিমেল