শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের অধ্যাপক দিলারা রহমান।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার সকালে ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন দিলারা রহমান। তিনি সদ্য বিদায়ী ডিন ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ফয়সল আহম্মদের স্থলাভিষিক্ত হলেন। দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে নতুন ডিনকে ডিনস ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী ডিনকে ক্রেস্ট দেওয়া হয়
বিডি প্রতিদিন/এমআই