ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শনিবার সকালে বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পাসে বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বোর্ড অব গভর্নরস এর চেয়ারম্যান মো. মাহবুব হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। স্বাস্থ্যবিধি মেনে ছাত্র, শিক্ষক, কর্মকর্তারা কলেজে বনজ, ফলজ ও সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ করেন।
বিডি-প্রতিদিন/শফিক