বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দু’টি আবাসিক হলে নতুন দুইজন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেনকে বঙ্গবন্ধু হলে এবং ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মিয়াকে শের-ই বাংলা হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মু. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক আদেশে তাদের এই পদে নিয়োগ দেয়া হয়।
ওই আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা উক্ত পদে বহাল থাকবেন এবং নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন।
বঙ্গবন্ধু হলের নবনিযুক্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক আরিফ হোসেন বলেন, হলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। হল চালু হলে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের সমস্যার কথা শুনে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
শের-ই বাংলা হলের নবনিযুক্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া জানান, শিক্ষার্থীদের সাথে নিয়ে সকল সমস্যার সমাধান করা হবে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়ার ও থাকার পরিবেশ উন্নত করা হবে এবং ক্যান্টিনে ভালো মানের খাবার নিশ্চিত করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন