জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র খেলার মাঠ (ধূপখোলা মাঠ) রক্ষার দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার দুপুর আড়াইটার দিকে উপাচার্যের কনফারেন্স রুমে এ স্মারকলিপি দেয়া হয়।
সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যকে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানান। এসময় সাধারণ শিক্ষার্থী ছাড়াও জবি ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন, সৈয়দ শাকিল, আসাদুজ্জামান আসাদসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে জবির একমাত্র খেলার মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোশনের বাণিজ্যিক ভবন নির্মাণ না করা ও মাঠ সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত