ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি)স্কলার-ডে ২০২১ উদযাপন করা হয়েছে।
শনিবার ৫১৮জন মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে স্কলার ডে উদযাপন করা হয়।
২০১৯ সালের সেমিস্টারের মধ্যে যেসব শিক্ষার্থী ৩.২ বা ১ সেমিস্টারে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৪.০০ পেয়েছেন তাদের অর্থবৃত্তি ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানটির আহ্বায়ক অধ্যাপক ড. বিশ্বজিৎ সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবিএটির উপ উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, রেজিস্টার, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ার, কো-অর্ডিনেটর।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, দেশি ও বিদেশি শিক্ষার্থীরা এবং অ্যালামনাইগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন